মাগুরা জেলার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার (৩১ মে) সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনে গণকমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণকমিটির মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন সদস্য বাসারুল হায়দার বাচ্চু, শেখ আব্দুল মান্নান।
সমাবেশ বক্তারা বলেন, মাগুরা জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এমন সব অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র এ বিষয়ে উদাসীন বলে বারে বারে প্রতীয়মান হচ্ছে। নেতৃবৃন্দ চোর, ডাকাত, ধর্ষক, ছিনতাইকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।