সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় গন কমিটির সমাবেশ | চ্যানেল খুলনা

মাগুরায় গন কমিটির সমাবেশ

জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে, মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধ করা, জলাবদ্ধতা যানজট নিরসন করা, মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, গণকমিটি মাগুরা জেলার সদস্য কাজী জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চু।

সমাবেশে বক্তাগণ বলেন, গত পরশুদিন ১১ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে ভাঙ্গারি ব্যাবসায়ী সোহাগকে যুবদলের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করার ঘটনা, খুলনায় নিজ বাড়ির সামনে যুবদল নেতা মাহবুবকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা এবং চাঁদপুরে ইসলামি বয়ানে মতের অমিল হওয়ায় মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা গভীর উদ্বেগ ও উৎকন্ঠার বিষয়।

নেতৃবৃন্দ দ্রুততম সময়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে সারাদেশে মব-সন্ত্রাস, নারী ধর্ষণ-নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানান ।

নেতৃবৃন্দ বলেন, গত ছয় মাসে ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, আর ৩২০ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া গত দশ মাসে মব সৃষ্টি করে হুজুগ তুলে প্রায় ১৭২ জন মানুষকে হত্যা করা হয়েছে বলে পত্র পত্রিকায় এসেছে। সরকার এসকল ঘটনায় কোন তড়িৎ আইনি পদক্ষেপ তো নিচ্ছেই না বরং মবকে নরমালাইজ করে প্রেশার গ্রুপ বলে আখ্যা দিচ্ছে যার ফলে এ ধরনের নির্মম ঘটনা নানাভাবে জাস্টিফাই হচ্ছে এবং মব উৎসাহিত হচ্ছে। যার ধারাবাহিকতায় এখন রাজনৈতিক কোন্দলে, চাঁদার ভাগ বাটোয়ারায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা রকম ভয়াবহ হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনা সামনে আসছে।

নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজ, দখলবাজ বলে সরকার এসব ঘটনার দায় কোনভাবেই এড়াতে পারে না। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। অথচ সরকার বারবার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে নিজের ব্যর্থতা আড়াল করছে। দেশের শাসন, প্রশাসন এভাবে চলতে পারে না।

নেতৃবৃন্দ মাগুরায় জলাবদ্ধতা-যানজট নিরসনে ও মশার উপদ্রব দূর করতে পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় পারিবারিক ঝগড়ায় স্বামীর শাবলের আঘাতে গৃহবধূ নিহত

মিডফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমাদের এই লড়াই চলছে

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মামলার আসামি গ্রেফতার

জীবন-জীবিকা নিয়ে বিপাকে ইপিআই পোটার কর্মীরা !

মাগুরায় ৪টি চোরাই মোটরসাইকেল ও ১টি ইজিবাইকসহ ৮ চোর গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।