সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মশার পর বর্জ্য নিয়ে আলোচনায় বসলেন কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

মশার পর বর্জ্য নিয়ে আলোচনায় বসলেন কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিয়োজিত বেসরকারি সংস্থাসমূহকে আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি নগরীতে কর্মরত সকল বেসরকারি সংস্থার কাজের মধ্যে সমন্বয় সাধনের ওপরও গুরুত্বারোপ করেন।

সিটি মেয়র আজ সোমবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে বেসরকারি সংস্থাসমূহের (এনজিও) প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ নির্দেশনা প্রদান করেন। খুলনা মহানগরী এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, গৃহস্থলির ময়লা আবর্জনা ব্যবস্থাপনার কাজে একই ওয়ার্ডে একাধিক এনজিও কাজ করলেও তাদের মধ্যে কাজের সমন্বয় না থাকায় পরিপূর্ণ সুফল পাওয়া যাচ্ছে না। আবার পার্শ্ববর্তী ওয়ার্ডে কোন এনজিও কাজ করেনা। এজন্য তিনি সকল ওয়ার্ডে দায়িত্ব বন্টন এবং সকলের কাজের মধ্যে সমন্বয় সাধনের অনুরোধ জানান। সকলের সহযোগিতা পেলে খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করা সম্ভব বলে সিটি মেয়র উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, সহকারি কঞ্জারভেন্সি অফিসার মোঃ আব্দুর রকীব, নূরুন্নানাহার এ্যানি, মোঃ জিয়াউর রহমান, বেসরকারি সংস্থা প্রদীপন-এর প্রতিনিধি শেখ বজলুর রহমান, মাসাস-এর পরিচালক এম, এ বাতেন, বনছায়া-এর নির্বাহী পরিচালক ফজিলাতুন্নেছা, সিএইচডি-এর নির্বাহী পরিচালক কামরুন নাহার, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ, ক্লানশিপ-এর কর্মসূচি প্রধান এইচ এম এ ইসলাম ইস্তাক, এ্যাওসেড-এর সহকারী সমন্বয়কারী হেলেন খাতুনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল রোববার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

খুলনায় আগুনে পুড়ল অস্থায়ী মার্কেটের ৪৪টি দোকান

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।