সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভারতের মাটিতে ধর্মের বিভেদ নেই: মোদি | চ্যানেল খুলনা

ভারতের মাটিতে ধর্মের বিভেদ নেই: মোদি

ভারতের মাটিতে ধর্মের কোনো বিভেদ নেই বলে দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি করেন। মোদি আরো বলেন, ধর্মের নামে এদেশে কাউকে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিষয় উল্লেখ কর নরেন্দ্র মোদি বলেন, ধর্ম সমাজের একটি অংশ। তবে একমাত্র দিক নয়। ভারতের উন্নতিতে কিছু অশুভ শক্তি বাধা দিচ্ছে। কিন্ত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বরাবরই আধুনিক মুসলিম সমাজ গঠনের কাজ করে চলেছে।

ভারতের প্রধানমন্ত্রী আরো দাবি করেন, আমাদের সরকার তিন তালাক প্রথা বাতিল করে আধুনিক মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার এখন মুসলিম নারীদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের এক কোটি মুসলিম নারীকে বৃত্তি দিয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, ভারতের দিকে এখন সারাবিশ্ব তাকিয়ে রয়েছে। ভারত এখন এমন রাস্তায় এগিয়ে চলেছে যে, প্রতিটি নাগরিক আজ নিজের নিজের সাংবিধানিক অধিকার পাওয়ার ব্যাপারে নিশ্চিত এবং নিশ্চিন্ত।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে কেন্দ্রীয় সরকারের দেয়া খাদ্যশস্য ভারতের সব ধর্মের মানুষ পেয়েছেন। এদেশে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ হয় না। তাই ভারতের প্রতিটি নাগরিককে ধর্মের বিভেদ ভুলে দেশের উন্নতিতে অবদান রাখতে হবে। ভারতের সৌন্দর্য ও ব্যাপ্তি বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। আর সেক্ষেত্রে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভারতের প্রতি কর্তব্য পালন করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ভারতের মাটিতে ১৯৬৪ সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী শেষবার উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারপর থেকে আর কোনো প্রধানমন্ত্রী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেননি। দীর্ঘ ৫৬ বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে ভিডিওকলের মাধ্যমে যোগ দিলেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ল্যুভরের পর এবার ফ্রান্সের সোনার কারখানায় চুরি, ৬ জন আটক

দুই জেনারেলের দ্বন্দ্বের পর সুদানের গৃহযুদ্ধে জড়িয়েছে যেসব দেশ

তিন দিনের বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান-পাকিস্তান

এআই দিয়ে ৩ বোনের অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল, ভাইয়ের আত্মহত্যা

রানি ভিক্টোরিয়া যেভাবে ‘মাদক সম্রাজ্ঞী’ হয়ে উঠেছিলেন

যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় নিহত ৩, ভারতীয় তরুণ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।