সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভাতিজার অভিযোগের জবাব দিলেন জিএম কাদের | চ্যানেল খুলনা

ভাতিজার অভিযোগের জবাব দিলেন জিএম কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃজাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও ছেলে শাহতা জারাব এরিক এরশাদ লাগাতার অভিযোগ করছেন। তাদের অভিযোগ এরশাদের ছোটভাই ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের’র (জিএম কাদের) বিরুদ্ধে। তবে কিছুটা পরে হলেও অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়েছেন জিএম কাদের।

২৪ নভেম্বর, রবিবার এক অনুষ্ঠানে জি এম কাদের বলেন, ‘আমি কাদা ছোড়াছুড়ি করি না, রাজনীতি করি। বনানীর কার্যালয়ে জামালপুর জেলার জেপি (মঞ্জুর) ও বিজেপির (নাজিউর) কয়েকজন আইনজীবীর জাপায় যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বিদিশার নাম উল্লেখ না করে জিএম কাদের বলেন, ‘রাজনীতি করতে গেলে খুব ঘনিষ্ঠ মানুষও বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে সব সময় ছিল এবং আছে। কে কী বলল, তা নিয়ে ভীষণভাবে মগ্ন থাকলে, দেশের জন্য-জাতির জন্য কাজ করা সম্ভব হবে না।

এরশাদ ওছিয়তনামা করে তার সম্পদের বড় অংশ এরিককে দিয়ে গেছেন। বিদিশাকে অবাঞ্চিত করে গেলেও গত সপ্তাহে তিনি এরশাদের রেখে যাওয়া বারিধারার বাসায় যান বিদিশা। সেখান থেকে লাগাতার অভিযোগ করছেন জিএম কাদেরের বিরুদ্ধে। গত শনিবার প্রধানমন্ত্রীকে পাঠানো এরিকের চিঠিতে অভিযোগ করা হয়, জিএম কাদের সম্পদের লোভে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন।

ভাতিজার অভিযোগের জবাব দেননি জিএম কাদের। রোববারের যোগদান অনুষ্ঠানে তিনি বলেছেন, রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না। রাজনীতি করতে গেলে অনেক সময় বাইরের মানুষও আমার জন্য জীবন দেবে আবার খুব ঘনিষ্ট মানুষও বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। জি এম কাদের দাবি করেন, দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে সাধারণ মানুষ জাপার ওপরই আস্থা রাখছে। যারা বিগত দিনে দল ছেড়ে চলে গিয়েছিল, তারা প্রত্যাশিত রাজনীতি না পেয়ে আবারও ফিরে আসছে। সবাইকে নিয়ে জাপা এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করবে।

যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।