সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা | চ্যানেল খুলনা

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

২০২৪ বিপিএল শেষ হবে ১ মার্চ। এরপরই টি-টোয়েন্টি দিয়ে এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশের। অন্যদিকে শ্রীলঙ্কা, আফগানিস্তান দল দুটি খেলছে টি-টোয়েন্টি সিরিজের। ব্যস্ততা না থাকলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এক বিভাগের শীর্ষস্থান থেকে সাকিবকে কেউই হটাতে পারেননি।

সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং ২৫৬। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের র‍েটিং পয়েন্ট ২৩৯।

আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ম্যাচ খেলে ৪.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ২১৭.০৭ স্ট্রাইকরেট ও ৪৪.৫ গড়ে ৮৯ রান করে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক এখনো পর্যন্ত তিনি।

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে হাসারাঙ্গার। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। এখানে তাঁর রেটিং ৭০৫। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা বোলারও লেগস্পিনার। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আদিল রশিদ। হাসারাঙ্গা দুইয়ে ওঠায় এই র‍্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন তারই সতীর্থ মাহিশ তিকশানা। তিকশানার রেটিং পয়েন্ট ৬৭৬। চার ও পাঁচে থাকা দুই বোলারই বাঁহাতি স্পিনার। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। পাঁচে থাকা ভারতের অক্ষর প্যাটেলের রেটিং পয়েন্ট ৬৬০।

বোলিং, অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা হাসারাঙ্গা কয়েক দিন আগেও এক রেকর্ড গড়েছেন। ডাম্বুলায় গত পরশু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ রানে নিয়েছেন ২ উইকেট। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসারাঙ্গার উইকেট হলো ১০১।

লাসিথ মালিঙ্গার পর দ্বিতীয় লঙ্কান বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ৬৩ ম্যাচে ১০১ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে নিয়েছেন ১০০ উইকেট।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ইনজুরির ফাঁকে বান্ধবী নিকোলের সঙ্গে প্রেমে মজেছেন ইয়ামাল

হামজা-শমিতের গোল উদযাপন করেছে তাঁদের ক্লাবও

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা

আফগানিস্তানের বিপক্ষে এতটা অপ্রতিরোধ্য সোহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।