সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্রাজিলে বন্যায় নিহত বেড়ে ১৪৩ | চ্যানেল খুলনা

ব্রাজিলে বন্যায় নিহত বেড়ে ১৪৩

ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। রাজ্যে বৃষ্টি-বন্যায় নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সুলে ভারী বৃষ্টিপাতের কারণে মৃত্যুর সংখ্যা আগের দিনের ১৩৬ জন থেকে বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। রাজ্যে আরও নিখোঁজ রয়েছেন ১২৫ জন। রিও গ্র্যান্ডে দো সুলের সব নদ-নদীর পানি ক্রমবর্ধমান হারে বাড়ছে। দেশটির আবহাওয়া পরিষেবা সংস্থা মেটসুল চলমান এই পরিস্থিতিকে ‘‘অত্যন্ত উদ্বেগজনক’’ বলে অভিহিত করেছে।

প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় শনিবার সন্ধ্যার দিকে দেশটির সরকার ওই রাজ্যে জরুরি সহায়তা হিসেবে ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের (১২ দশমিক ১ বিলিয়ন ব্রাজিলীয় রিয়েল) তহবিলের ঘোষণা দিয়েছে। বৃষ্টি-বন্যায় রাজ্যের ১০ কোটি ৯০ লাখ মানুষের অন্তত ৫ লাখ ৩৮ হাজার জন বাস্তুচ্যুত হয়েছেন।

শনিবার রিও গ্র্যান্ডে দো সুলের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন বরাদ্দ থেকে ইতিমধ্যে ৬০ বিলিয়ন রিয়েলের বেশি রাজ্যের সরকারি তহবিলে দেওয়া হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, রাজ্যে যা ধ্বংস হয়ে গেছে তার সবকিছুই পুনরায় নির্মাণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘‘আমরা জানি, সবকিছু পুনরায় ফিরিয়ে পাওয়া যায় না। মায়েরা তাদের সন্তানদের হারিয়েছেন এবং শিশুরা তাদের মাকে হারিয়েছে।’’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃৃতিতে বলেছেন, তার নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সহায়তা প্রদানের জন্য ব্রাজিল সরকারের সাথে যোগাযোগ করছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

৩০ দিন আটক থাকলেই পদ হারাবেন এমপি-মন্ত্রী—বিল নিয়ে ভারতে উত্তেজনা

ট্রাম্পের মন পেতে মরিয়া জেলেনস্কি, এলেন ফরমাল পোশাকে, বারবার ধন্যবাদ দিলেন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

পুতিন-জেলেনস্কিকে নিয়ে শুক্রবার বৈঠক করতে চান ট্রাম্প

বিশ্ববিদ্যালয়ে ভর্তির খবর শুনে কোমা থেকে ফিরলেন তরুণী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।