সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্রণ দূর করে ত্বকের জ্যোতি ধরে রাখবে যে ফেসপ্যাক | চ্যানেল খুলনা

ব্রণ দূর করে ত্বকের জ্যোতি ধরে রাখবে যে ফেসপ্যাক

চ্যানেল খুলনা ডেস্কঃ পুজা শুরু হয়ে গেছে। পূজায় বিশেষ করে নানা রঙে নিজের সাজাতে পছন্দ করেন নারীরা। তাই নিজেকে সুন্দর দেখাতে অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে। নিখুঁত মুখের ত্বক আর স্বাস্থ্যজ্জ্বল ঘন চুল কে না চায়।

ব্যবহার করতে পারেন চন্দন। চন্দনের ব্যবহারে ট্যান কেটে গিয়ে ত্বক উজ্জ্বল হবে। তাবকের যত্নে ব্যবহার করতে পারেন ৫ ফেসপ্যাক।

আসুন জেনে নেই ৫ ফেসপ্যাকের ব্যবহার-

চন্দন ও অ্যালোভেরা

এক চামচ চন্দন বাটা বা পাউডারের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এরপর এই পেস্ট আলতো করে সারা মুখে, ঘাড়ে মেখে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

চন্দন ও গোলাপ জল

চন্দন ও গোলাপ জল ত্বকের জন্য খুবই উপকারি। দু’চামচ চন্দন বাটা বা পাউডারের সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে প্রতিদিন অন্তত একবেলা করে মুখে মাখুন। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন।

চন্দন ও হলুদ

চন্দন আর হলুদের সঙ্গে আধা কাপ দুধ বা টক দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর লাগিয়ে ফেলুন মুখে। এই প্যাক ব্যবহার করলে মুখের কালচে দাগ এবং ট্যান কমাতে সাহায্য করে।

চন্দন ও নিম

এক চামচ নিম পাতা বাটা বা নিমের পাউডারের সঙ্গে সম পরিমাণ চন্দন বাটা বা পাউডার পানির সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। ত্বকে লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ব্রণ-ফুসকুড়ির মতো সমস্যা থেকেও দ্রুত মুক্তি দেবে।

সূত্র: জিনিউজ

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়?

অফিস সিনড্রোম কাটাবেন কীভাবে

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।