সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে দুই ভারতীয় নারীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ | চ্যানেল খুলনা

বেনাপোলে দুই ভারতীয় নারীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লক্ষ ৪৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে কাস্টম কর্মকর্তারা এ টাকা জব্দ করেন।

সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থানার হরিদাসপুর এলাকার রিনা বৈদা (৩৭), পাসপোর্ট নম্বর-জেডএ-১৩৩২৫০ এবং বাগদা থানার কুলিয়া এলাকার মুক্তি শাহাজী (৫৬), পাসপোর্ট নম্বর-জেড ৭২৪৮৪৩৭ বিজনেস ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পৌঁছানোর পর তাদের ব্যাগ তল্লাশী করে ১৭ লক্ষ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

কাস্টম কর্মকর্তারা টাকার উৎস ও বাংলাদেশে আনার উদ্দেশ্য সর্ম্পকে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এ কারণে ডিএম (ডিটেনশন মেমো) মূলে টাকাগুলো জব্দ করা হয়। তবে পরবর্তীতে ফেরত যাওয়ার সময় টাকার বৈধ উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারলে আইন অনুযায়ী টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

কাস্টমস অভ্যন্তরে জিজ্ঞাসাবাদে রিনা বৈদা ও মুক্তি শাহাজী জানান, বনগাঁ থেকে এক নারী তাদরেকে এ টাকা বেনাপোলে পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে প্রতি লাখে ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। তারা আরও জানান, বেনাপোল ইমিগ্রেশন পার হওয়ার পর ভারতের ওই নারী স্থানীয় একটি ছেলের ছবি পাঠানোর কথা ছিল এবং সেই ছেলেটির কাছে টাকার ব্যাগ হস্তান্তর করার চুক্তি ছিল।

এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী বলেন, দুইজন ভারতীয় পাসর্পোটধারী নারী-যাত্রীর কাছ থেকে ১৭ লক্ষ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী কোনো যাত্রী এতো পরিমাণ নগদ অর্থ এক দেশ থেকে অন্য দেশে বহন করতে পারবে না। একই সঙ্গে উদ্ধারকৃত টাকার বিষয়ে তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেননি। ফলে উর্ধ্বতন কর্তৃৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ প্রক্রিয়ায় টাকাগুলো ডিএম মূলে জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, র্দীঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে হুন্ডি ব্যবসায়ীরা এভাবেই তৃতীয় পক্ষকে বাহক হিসেবে ব্যবহার করে প্রতি লাখে ৩০০ টাকা হারে চুক্তিতে দুই দেশের মধ্যে অর্থ পাচার করে থাকে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।