
সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।
অনুষ্ঠানে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এরমধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য তালা প্রেসক্লাবের সক্রিয় সদস্য শিরিনা সুলতানা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হন।
এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাবিয়া বিবি, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী রূপা রানী পাল, সফল জননী সুচিত্রা দাশ এবং নির্যাতিতা থেকে স্বাবলম্বী হয়ে ওঠা নারী ফরিদা বেগমও অদম্য নারী পুরস্কারে সম্মানিত হন।
শিরিনা সুলতানার এই অর্জনে অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, “সমাজ উন্নয়নে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
এসময় উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (রেন্টু), সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক এম এম রোকনুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসসহ সদস্যবৃন্দ।
তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনও শিরিনা সুলতানাকে অভিনন্দন জানান।


