সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা | চ্যানেল খুলনা

বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা

সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

অনুষ্ঠানে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এরমধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য তালা প্রেসক্লাবের সক্রিয় সদস্য শিরিনা সুলতানা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হন।

এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাবিয়া বিবি, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী রূপা রানী পাল, সফল জননী সুচিত্রা দাশ এবং নির্যাতিতা থেকে স্বাবলম্বী হয়ে ওঠা নারী ফরিদা বেগমও অদম্য নারী পুরস্কারে সম্মানিত হন।

শিরিনা সুলতানার এই অর্জনে অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, “সমাজ উন্নয়নে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
এসময় উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (রেন্টু), সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক এম এম রোকনুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসসহ সদস্যবৃন্দ।

তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনও শিরিনা সুলতানাকে অভিনন্দন জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা

তালায় নবাগত ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ৭ জেলে অপহরণ

তালায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানি: জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।