সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃষ্টি কমিয়েছে দূষণ, ঢাকার অবস্থান ২৯তম | চ্যানেল খুলনা

বৃষ্টি কমিয়েছে দূষণ, ঢাকার অবস্থান ২৯তম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকাও এই সংকটের বাইরে নয়। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতে রাজধানীর বাতাসে কিছুটা স্বস্তি ফিরেছে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার একিউআই (বায়ু মান সূচক) স্কোর দাঁড়িয়েছে ৭৭, যা বিশ্বে বায়ুদূষণের দিক থেকে শহরটিকে ২৯তম অবস্থানে রেখেছে। এই স্কোর ‘মাঝারি’ ক্যাটাগরিতে পড়ে, যা তুলনামূলকভাবে সহনীয় হলেও স্পষ্ট ইঙ্গিত দেয় যে ঢাকার বায়ু এখনও পুরোপুরি নিরাপদ নয়।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ১৭৩। এরপর যথাক্রমে রয়েছে উগান্ডার কামপালা (১৭২), বাহরাইনের মানামা (১৭১), কাতারের দোহা (১৭১) এবং কঙ্গোর কিনশাসা (১৬৯)।

বায়ুমান সূচকে
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকায় বৃষ্টির কারণে বাতাসে ভাসমান ধুলিকণা ও ক্ষতিকর গ্যাসের মাত্রা সাময়িকভাবে কমেছে, যা একিউআই স্কোরে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উন্নতি ক্ষণস্থায়ী, যদি না শহরের দূষণের মূল কারণ— যানজট, নির্মাণকাজ, শিল্পবর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ করা না যায়।

যদিও বর্তমান একিউআই তুলনামূলকভাবে ভালো, তবু সকাল-সন্ধ্যা বাইরে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য।

ঢাকার বায়ু বহু বছর ধরেই শীত মৌসুমে চরমভাবে দূষিত হয়ে ওঠে, যখন ধুলিকণা ও ধোঁয়ার ঘনত্ব বেড়ে যায়। বর্ষাকাল কিছুটা স্বস্তি দিলেও, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া দূষণ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেই মত নগর পরিকল্পনাবিদদের।

https://channelkhulna.tv/

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

সহনীয় বাতাস নিয়েও বায়ুদূষণের তালিকায় আজ এগিয়েছে ঢাকা

বৃষ্টি কমিয়েছে দূষণ, ঢাকার অবস্থান ২৯তম

জলবায়ুর পরিবর্তনে দুর্যোগ ঝুঁকিতে উপকূলীয় কলাপাড়ায় কৃষি ও জেলে পেশায় ভয়াবহ সংকট

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূগর্ভস্থ পানিতে বাড়ছে বিষাক্ততা

জলবায়ু সংকট মোকাবেলায় উপকূলে লবণ পানি সহনশীল গাছ লাগান

জলবায়ু পরিবর্তন ও কপ ৩০-একটি অস্তিত্ব রক্ষার ডাক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।