বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) women wth disability development Foundation এর সহযোগিতায় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এসময় তাকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও National Advisory committee এর সদস্য শিরীন আক্তার। আংশগ্রহনের কারীদের মধ্যে সাদিয়া জোয়ার্দার সাদা ছড়ি পতিপাদ্য নিয়ে তথ্য বহুল আলোচনা করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আসলাম হাওলাদার, নুরুর ইসলাম প্রমুখ ।
আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্তকরণ, জনসচেতনতা সৃষ্টি ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দেশের বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বায়ন জানান বক্তারা।