সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপনে ইউনেট আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিট ২০২৫ সফলভাবে সম্পন্ন | চ্যানেল খুলনা

বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপনে ইউনেট আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিট ২০২৫ সফলভাবে সম্পন্ন

বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে ইউনেট আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিট ২০২৫ ভার্চুয়ালি সফলভাবে সম্পন্ন হয়েছে ১৮ জুলাই ২০২৫ তারিখে। বিশ্বজুড়ে তরুণ ও পেশাজীবীদের বিপুল সাড়ায় এ আয়োজনটি এক অসাধারণ মাত্রা লাভ করে। এ সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকার খ্যাতিমান বিশেষজ্ঞ, চিন্তানায়ক ও পরিবর্তনশীল নেতৃত্ব একই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন।

এই সম্মেলনের আয়োজন করে ইউথ আপস্কিল নেটওয়ার্ক ইউনেট, যেখানে সহযোগী ও পৃষ্ঠপোষক হিসেবে ছিলো ক্রিকবাজ্জ, থ্রি জিরো ক্লাব, জেসিআই বাংলাদেশ, রোটারি ক্লাব অব থাকা নর্থ ওয়েস্ট, ইয়ুথ হাব, জেন বাংলাদেশ, সেভ বাংলা ফাউন্ডেশন, বিসিএসএ, আইসিটিবাংলাডটকম, কোডম্যানবিডি, রিসার্চবাডিএআই এবং গটনিউজ।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মো: আব্দুল কাইয়ুম, প্রধান, কমিউনিকেশন বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ। তিনি যোগাযোগ দক্ষতা, ডিজিটাল সক্ষমতা এবং আন্তর্জাতিক সুযোগ-সুবিধার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

দিনব্যাপী অনুষ্ঠিত হয় চারটি থিমেটিক প্যানেল আলোচনা, যার প্রতিটি ফোকাস করে আধুনিক সময়ের যুব উন্নয়নের মূল ক্ষেত্রসমূহে যা হলো কর্পোরেট ক্যারিয়ারে সফলতা, উচ্চশিক্ষার ভবিষ্যৎ ও এর চ্যালেঞ্জ, সামাজিক প্রভাব ও তরুণ নেতৃত্ব এবং স্টার্টআপ মানসিকতা ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।

সামিটে অংশগ্রহণ করেন ২৫+ আন্তর্জাতিক বক্তা, যারা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান যেমন বিকাশ লিমিটেড ইনটেল, ডায়লগ আজিয়াটা শ্রীলংকা, রবি আজিয়াটা, ব্রাক, শপআপ, ইউএনডিপি, এসওএস চিলড্রেন্স ভিলেজ, আইআইটিটিআই ওয়ার্ড সিভিলিটি ইনডেক্স, ড্যাফোডিল ইঞ্জিনিয়ারিং কলেজ, ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়, আইসি ডিভিশন বাংলাদেশ, জেসিআই আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন সংস্থার শীর্ষ পর্যায়ের পেশাজীবী।

সমস্ত সেশন স্ট্রিমইয়ার্ড ও ফেসবুক-এ লাইভ সম্প্রচারিত হয়, যেখানে শত শত দর্শক সরাসরি যুক্ত ছিলেন এবং সারাদিনে হাজার হাজার অনুপ্রবেশ ঘটে।

সমাপনী বক্তব্যে মুহাম্মাদ আলতামিশ নাবিল, ইউনেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইভেন্ট ডিরেক্টর বলেন, “এই সম্মেলন শুধুমাত্র দক্ষতার উৎসব নয়, এটি একটি আহ্বান, পরিবর্তনের, প্রস্তুতির। তরুণদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করা নয়, বরং নিজেদের প্রস্তুত করা প্রয়োজন সেই ভবিষ্যত গড়ার জন্য।”

সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন মাহির আসেফ, ইভেন্ট কনভেনার ও ইউনেট-এর সিওও, যিনি সুনিপুণভাবে প্রতিটি সেশনের সফল বাস্তবায়ন নিশ্চিত করেন।

প্রত্যেক অংশগ্রহণকারী পেয়েছেন ডিজিটাল সার্টিফিকেট ও আপস্কিলিং পার্টনারদের পক্ষ থেকে বিশেষ উপহার। সর্বাধিক সক্রিয় অংশগ্রহণকারীরা পুরস্কার হিসেবে পেয়েছেন বিশেষ অনলাইন কোর্সে বিনামূল্যে ও ডিসকাউন্টে অংশগ্রহণের সুযোগ ও নানা পুরস্কার।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।