সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড | চ্যানেল খুলনা

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মেরিন 

আন্তর্জাতিক ডেস্কঃবিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ইউরোপিয়ান দেশ ফিনল্যান্ড। রবিবার (৮ ডিসেম্বর) সোশ্যাল ডেমোক্রেট দল থেকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর আগে দীর্ঘদিন তিনি ফিনিশ পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

সানা মেরিন কেবল ফিনল্যান্ডেরই নয় গোটা বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। ফিনল্যান্ড এর আগে কখনোই এত কম বয়সী প্রধানমন্ত্রী পায়নি।

এর আগে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। এরপর রবিবার দলীয় নেতৃত্বদের মধ্যে ভোটাভুটিতে নির্বাচিত হন সানা।

এ দিন সানা গণমাধ্যম কর্মীদের বলেন, ‘পুনরায় আস্থা অর্জনের জন্য আমাদের একত্রিত হয়ে আরও অনেক কাজ করতে হবে।’

নিজের বয়স নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনো ভাবি না। রাজনীতিতে যে কারণে এসেছি কেবল সেসব বিষয়গুলোর কথাই ভাবি। মূলত এর জন্যই আমরা ভোটারদের আস্থা জয় করতে পেরেছি।’

দেশটির সর্ববৃহৎ পত্রিকা ‘হেলসিংইন সানোমাত ও ইলটা সানোমাত ট্যাবলয়েডের’ তথ্য অনুযায়ী সানা মেরিন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব গ্রহণ করছেন। তাছাড়া এই কমবয়সী রাষ্ট্র নেতাদের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন (৩৯), ইউক্রেনের ওলেসি হংচারুক (৩৫) ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন (৩৫)।

সূত্র : ‘গার্ডিয়ান’

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।