সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিপিএলে খুলনার নেতৃত্বে মিরাজ, সিলেটের দায়িত্ব পেলেন আরিফুল | চ্যানেল খুলনা

বিপিএলে খুলনার নেতৃত্বে মিরাজ, সিলেটের দায়িত্ব পেলেন আরিফুল

অবশেষে ঘোষিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসরের সাত দলের অধিনায়কের নাম। বিপিএল শুরু হতে যাচ্ছে আগামীকাল, ৩০ ডিসেম্বর। বেশিরভাগ দল তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে আসর শুরুর আগের দিন।

গত আসরে ফরচুন বরিশালকে শিরোপা জিতিয়েছিলেন তামিম ইকবাল। এবারও তার কাঁধেই থাকছে বরিশালের নেতৃত্ব। একইভাবে রংপুর রাইডার্স তাদের সফল অধিনায়ক নুরুল হাসান সোহানের ওপর আস্থা রেখেছে।

বাকি দলগুলোর অধিনায়ক হিসেবে এসেছে বেশ কিছু নতুন নাম। ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে থাকছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, যিনি এবারই প্রথম বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন। দুর্বার রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এনামুল হক বিজয়। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন তাসকিন আহমেদ।

চিটাগং কিংসের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। দলে সাকিব আল হাসান, মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকা ক্রিকেটার থাকলেও তাদের খেলা নিয়ে সংশয় থাকায় মিঠুনকেই নেতৃত্বে রাখা হয়েছে।
সবশেষে অধিনায়কের নাম ঘোষণা করে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। খুলনার অধিনায়কত্বে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে, যিনি জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অস্থায়ী অধিনায়কত্ব করেছেন। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে থাকবেন অলরাউন্ডার আরিফুল হক।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএল ২০২৪-এর লড়াই। প্রতিটি দল নতুন অধিনায়কের নেতৃত্বে এবার দারুণ কিছু উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এবার দর্শকরাও থাকবেন বেশ রোমাঞ্চিত, কারণ অধিনায়কদের নেতৃত্বের সঙ্গে দলের পারফরম্যান্সে তাদের প্রিয় দলগুলোর ভাগ্য বদলাতে পারে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

এমএলএসে মেসির নতুন ইতিহাস, টানা দ্বিতীয়বার এমভিপি

আকবরের হাত ধরে শিরোপা পুনরুদ্ধার করল রংপুর

পাকিস্তানকে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

চট্টগ্রামে তামিমের হাতেই শেষ আয়ারল্যান্ড, সিরিজ বাংলাদেশের

খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে মর্ডান টাওয়ারের দুর্দান্ত জয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।