সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

বিদ্যা বিকাশ কেন্দ্র নামে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আনিশা ক্লিনিক, তালা, সাতক্ষীরার সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

১০ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দসহ প্রায় ৫০০ জনের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেবাশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ বাবলু। সম্মানিত অতিথি ছিলেন ডা. আসিফ ইকবাল সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জোয়ার্দ্দার, প্রভাষক সন্দীপ দাশ, ডা. এনায়েত সানা, মনিরুল ইসলাম মোহন, ইউপি সদস্য ডা. আনিসুর রহমান, মো. আসলাম গাজী, মো. শফিকুল জোয়ার্দ্দার ও দ্বীপ বিশ্বাস।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব মন্ডল, শেখ হেলাল, মো. তৌহিদুজ্জামান, ডা. শেখ হারুন, আকাশ দাশ, প্রান্ত, সুমনসহ অনেকে।

অনুষ্ঠান পরিদর্শনে আসেন শিক্ষক ও সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুল গফুর, সন্দীপ সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভূমিদাতা নীলমণি রায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক শেখ আমিনুল ইসলাম।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

তালায় নাগরিক সভা, উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

তালায় ৫৪তম শীতকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মুক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান

তালার কপোতাক্ষ নদীতে পড়ে ব্যক্তি নিখোঁজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।