সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে এমপি জর্জের পরামর্শ | চ্যানেল খুলনা

বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে এমপি জর্জের পরামর্শ

চ্যানেল খুলনা ডেস্কঃউন্নয়নের ধস রোধে দক্ষ জনশক্তি তৈরিতে টিটিসি কাজ করছে উল্লেখ করে কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, প্রশিক্ষিত ও দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ যাওয়া চাই। প্রতিটি মানুষই যদি দক্ষ জনশক্তি হয়ে বিদেশ গমন করে তবে অবশ্যই তাদের নিজের সফলতা আসবে। এ সময় টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে নিজের দেশের পাশাপাশি বিদেশে কাজ করার আহ্বান জানান তিনি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার খোকসা উপজেলার হলরুমে আয়োজিত বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতামূলক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদেশে গমনেচ্ছুদের এই পরামর্শ দেন এমপি জর্জ।

‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।

সেমিনারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে একদিনের এই সেমিনারে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন তুলে ধরেন কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফাস্ট মেট অফিসার মো. তরিকুল ইসলাম তুহিন ও চিফ ইন্সপেক্টর কল্লোল কুমার সরকার।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।