সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এস.এম নজরুল ইসলামসহ চারজন গণঅভ্যুত্থানের সময় দায়ের করা একটি ডাকাতি মামলায় খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে বারটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শরিফ মো. সানাউল হক এ রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্তরা হলেন তালা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি এস.এম নজরুল ইসলাম (৫৯), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) এবং রফিকুল মোল্লা (৪৮)।
২০১৭ সালের ১২ জুলাই সন্ধ্যায় তালার ইসলামকাটি ব্রিজের নিকটে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলাটি দায়রা মামলা নং ৬৪৩/১৮, ধারা ৩৯৪ (ডাকাতি) মোতাবেক বিচারাধীন ছিল। এ মামলায় বাদীসহ চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় ২০২৫ সালের ২৭ জুলাই। বাদীপক্ষ সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় বিচারক বৃহস্পতিবার সকল আসামিকে খালাস দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট আশরাফুজ্জামান।
আসামিপক্ষ দাবি করেন, এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। ২০১৬ সালে চেয়ারম্যান পদে জয়ী হলেও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং প্রতিহিংসা চরিতার্থ করতেই এই মামলাটি সাজানো হয়।
সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু প্রশাসনিক কারসাজিতে পরাজিত দেখানো হয়। এরপর রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমার বিরুদ্ধে কাল্পনিক ডাকাতি মামলা দেওয়া হয়। দীর্ঘ নয় বছরের লড়াই শেষে সত্যের জয় হয়েছে।”