সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি অ্যানালাইসিস প্রোগ্রাম অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি অ্যানালাইসিস প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় “মহিলা ও মেয়ে এবং সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা” হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মশালায় নারী ও কিশোরী সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -টিম লিডার, ধ্রুব অ্যালায়েন্স মোহাম্মদ নাসিমুল হক এবং অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার, ধ্রুব অ্যালায়েন্স ইভানা আফরিন। তাঁরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সারসংক্ষেপ ও পলিসি সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভাপতিত্ব করেন প্রোগ্রাম অফিসার, মহিলা অধিদপ্তর সাজিয়া আফরিন সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন -সভাপতি, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠ কৌশিক দে; লাইসেন্স অফিসার, খুলনা সিটি কর্পোরেশন খান হাবিবুর রহমান; সহকারী তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর তরুণ কুমার মণ্ডল; সাধারণ সম্পাদক, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও খুলনা বিভাগীয় প্রধান, গ্লোবাল টেলিভিশন আনিছুর রহমান কবির।

এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সিডাব্লিউএফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের স্মারকলিপি পেশ

হাতপাখা নির্বাচিত হলে জনগণের উন্নয়নে সর্বাত্মক কাজ করব: মাওঃ ইউনুস আহমাদ

ইসলামী যুব আন্দোলন খুলনা ২৮ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে: মিয়া গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।