
সরকারি ব্রজলাল কলেজে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৫ জানুয়ারি) সোমবার দুপুর ২টায় ব্রজলাল কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে কলেজের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ ও সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলামের সঞ্চালনায় আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ইমদাদুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল শাখার সহ-সভাপতি মো. সজল মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব ফরাজি, সহ-সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মো. সাব্বির আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


