
খাল খননের মাধ্যমে সারাদেশে কৃষি বিপ্লব সাধিত হবে এবং অনাবাদি জমি আবারও উৎপাদনের আওতায় আসবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় বিএনপি সরকার গঠন করলে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, মৎস্য খাত সম্প্রসারিত হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তেরখাদা মুক্তিযোদ্ধা মিলনায়তনে কৃষক দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া অঞ্চলে পর্যাপ্ত পানির অভাবে বিপুল পরিমাণ কৃষিজমি দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে আছে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তবে খাল খননের মাধ্যমে এসব জমিতে কৃষি ও মৎস্য চাষের নতুন সম্ভাবনা সৃষ্টি করা হবে। এতে কৃষকের মুখে হাসি ফিরবে এবং দেশের অর্থনীতি হবে আরও শক্তিশালী। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি বলেছিলেন‘বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।আজ তিনি শুধু একটি দলের নেত্রী নন, তিনি সকল রাজনৈতিক দল ও সকল ধর্মের মানুষের কাছে একটি ঐক্যের প্রতীক। বিশেষ করে নারী ক্ষমতায়ন ও নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজিজুল বারী হেলাল বলেন, “আমরা গর্বিত এমন একজন নেত্রীর কর্মী হতে পেরে। তার সঙ্গে রাজনীতি করতে পারাটাই আমাদের জীবনের বড় অর্জন। পরে সন্ধ্যায় তেরখাদার সাচিয়াদাহ বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত আরেকটি দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন তিনি।
কৃষক দলের আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজু চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাবা মোল্লা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ, উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, ভুট্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


