
খুলনার রূপসা ও তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের আয়োজনে রবিবার (৪ জানুয়ারি) দুপুর ৩টায় রূপসা ঘাট চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। দোয়া মাহফিলে বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করার জন্য রূপসা হকার্স ইউনিয়নকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “অনেকে নতুন নতুন রাজনৈতিক দলের কথা বলছে, কিন্তু আগামী দিনে সরকার গঠন করবে বিএনপি। কারণ বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত একটি দল।”
আজিজুল বারী হেলাল বলেন, “আমি দীর্ঘ ৪০ বছর রাজনীতি করেছি। যতটুকু সুযোগ পেয়েছি, সবসময় রূপসা, তেরখাদা, দিঘলিয়া তথা খুলনার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া রাজনীতি এবং দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে আরও বড় ভূমিকা রাখার সুযোগ পাব।” তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়ে বলেন, “মহান আল্লাহ যেন তাঁকে সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া বিকেল ৪টায় দেবীপুর জয়পুরে তালিমরত মা-বোনদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আরেকটি দোয়া মাহফিলে অংশ নেন আজিজুল বারী হেলাল। পরে বিকেল ৫টায় কিসমত খুলনার খোড়ার বটতলা এলাকায় তিনি খাবার বিতরণ করেন। দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্লা রিয়াজুল ইসলাম, আতাউর রহমান রনু, মোল্লা সাইফুর রহমান সাইফ, তাছলিমা খাতুন ছন্দা, সেতারা বেগম, শাহানাজ বেগম, বিকাশ মিত্র, রয়েল আজম, আসাদুল ইসলাম বিপ্লব, দিদারুল ইসলাম, তারেক, মিকাইল বিশ্বাস, সরদার ফরিদ আনোয়ার, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েল ও মনিরা বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


