খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করা। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এটি একটি জটিল প্রক্রিয়া। বিএনপি চায় সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ওই সরকার কখনো স্ট্যাবল হবে না।
বৃহস্পতিবার সদর থানার অন্তর্গত ২২নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ১৭ বছর আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এই নির্বাচনে যারা বাধা হয়ে দাঁড়াবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির একটা অংশ চব্বিশের আন্দোলনকে ব্যবহার করে একাত্তরের গৌরবকে মুছে ফেলতে চায়। ৭১ এর পরাজিত শক্তিরা আগামী নির্বাচনেও পরাজিত হবে বুঝতে পেরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। পরিষ্কার করে বলতে চাই আগামী ফেব্র“য়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তা না হলে অতীতে আন্দোলন করেছি আবারো রাজপথে নামতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে চলেছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি নূরে আলম দীপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খাঁন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর, বিশেষ বক্তা ছিলেন সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোলা ফরিদ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা দল মহানগর আহবায়ক সৈয়দা নার্গিস আলি, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম লিটন, শেখ জিয়াউর রহমান, মোঃ শহিদুল ইসলাম, ময়েজ উদ্দিন চুন্নু, আলি হোসেন সানা, শাহারু জামান মুকুল, মহসিন হোসেন মন্টু, ইকবাল হোসেন বাবু কাজী, সুলতানা রহমান, রোমানা ন্যান্সিসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।