সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাবা শিখিয়েছেন বিপদে কিভাবে শক্ত থাকতে হয়: সারা | চ্যানেল খুলনা

বাবা শিখিয়েছেন বিপদে কিভাবে শক্ত থাকতে হয়: সারা

সারা আলি খান। বাবা সাইফ আলি খানের ওপর হামলা এখনো ভুলতে পারছেন না মেয়ে। ঘটনার পরপরই মধ্যরাতে হামলার খবর পান তিনি। হঠাৎ এমন খবরে প্রথমে তিনি বুঝে উঠতেই পারেনননি কী করা উচিত। একের পর এক কল আসতে থাকে তার কাছে। সারার জীবনে এমন রাত আগে কখনো আসেনি।

সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ভয়ানক রাতের অভিজ্ঞতা শেয়ার করেন সারা। জানান, ঘটনার পরদিনই তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে বাবাকে দেখতে। কয়েকটা দিন কেটেছে চরম অনিশ্চয়তার মধ্যে।

সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমি একেবারে ভেঙে পড়েছিলাম। সত্যি বলতে অনেক কিছুই মনে নেই। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে একরকম পাথরের মতো নিথর হয়ে গিয়েছিলাম। যখন বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ১৫ থেকে ২০ মিনিট সময়টা যেন একটা গোটা জীবনের মতো লম্বা মনে হচ্ছিল। পরে যখন হাসপাতাল থেকে একটু একটু করে আপডেট পেতে শুরু করলাম, তখন একটু স্বস্তি পেলাম।’

যেদিন বাবাকে হাসপাতাল থেকে হাসিমুখে বের হতে দেখেন, সেদিন কিছুটা শান্তি ফিরে পেয়েছিলেন সারা।

তিনি বলেন, ‘বাবা এমনই। ওনার স্বভাবটাই এমন। চার সন্তানের বাবা হিসেবে ওনাকে তো দেখাতেই হতো যে তিনি একেবারে ঠিক আছেন। বাবা সব সময়ই একজন যোদ্ধা। তিনি কখনও হাল ছাড়েন না। তাই বাবা হিসেবে তিনিই শেখান, কিভাবে শক্ত থাকতে হয়। আমিও এটা বাবার থেকেই শিখেছি।’

চাপের মধ্যেও কীভাবে নিজেকে সামলাতে হয়, তা ভালোভাবেই জানেন সাইফ। সারার কথায়, ‘আতঙ্কের মুহূর্তে বাবা অন্যদের তুলনায় অনেক বেশি স্থির থাকতে পারেন। আর আমি? আমি তো সঙ্গে সঙ্গে আতঙ্কে কেঁদে ফেলি।’

গত ১৬ জানুয়ারি মধ্যরাতে মুম্বইয়ের বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। সাইফ আলি খানের ওপর একের পর এক ছুরিকাঘাত করে সে। পরে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।