সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বাচ্চু মিয়া ছিলেন একজন নির্লোভ রাজনীতিক | চ্যানেল খুলনা

আ’লীগের স্মরণ সভায় বক্তারা

বাচ্চু মিয়া ছিলেন একজন নির্লোভ রাজনীতিক

চ্যানেল খুলনা ডেস্কঃআওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়া একজন নির্লোভ রাজনীতিক ছিলেন। তিনি নিঃস্বার্থ ভাবে রাজনীতি করেছেন। তিনি তেমন অর্থশালী ছিলেন না, আর কখনও অর্থের পেছনে ছুটেননি। অনেকে মুজিব আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন কিন্তু বেলায়েত হোসেন বাচ্চু কখনও আদর্শচ্যুত হননি।
নেতৃবৃন্দ আরো বলেন, খুলনায় আ’লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে কয়েক জনের মধ্যে বেলায়েত হোসেন বাচ্চু’র অবদান অন্যতম। আমাদের তার মত ত্যাগী আদর্শবান কর্মী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর ও জেলা আ’লীগের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি এড. চিশতি সোহরাব হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন আ’লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান জামাল, এড. খন্দকার মজিবর রহমান। সভা পরিচালনা করেন নগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা নুর ইসলাম বন্দ, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, এড. নিমাই চন্দ্র রায়, এড. ফরিদ আহমেদ, শেখ ফজলুল হক, এড. অলোকা নন্দা দাস, অধ্যাপক আলমগীর কবির, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যাপক মিজানুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, শেখ শহিদুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, এড. মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এড. আব্দুল লতিফ, জয়ন্তী রাণী সরকার, প্রফেসর ড. মাহবুব উল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, মোঃ মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, এস এম আসাদুজ্জামান রাসেল, মোঃ ইমরান হোসেন, কাজী কামাল হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, দেবদুলাল বাড়ৈই বাপ্পি, সরদার জাকির হোসেন, জামিল খান, এস এম ফরিদ রানা, মাহফুজুর রহমান সোহাগ, চ ম মুজিবর রহমান, সরদার আব্দুল হালিম, এড. শামীম মোশাররফ, মোঃ জাকির হোসেন, এমরানুল হক বাবু, মোঃ শিহাব উদ্দিন, নুরজাহান রুমি। এ সময় আরো উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার বড় মেয়ে নূরীনা রহমান বিউটি, জামাতা আনিসুর রহমান অনি, ছেলে রিয়াজত হোসেন জন।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।