সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে বদিউজ্জামান সোহাগ | চ্যানেল খুলনা

আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন ৪জন

বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে বদিউজ্জামান সোহাগ

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচন ২১ মার্চ । ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে এলাকার মোড়ে মোড়ে চায়ের স্টলে আলোচনা শুরু হয়েছে। উপ-নির্বাচনে আ’লীগের একাধিক নেতার নামও শোনা যাচ্ছে। এদের মধ্যে চার নেতা দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন মাধ্যমে প্রচারণা করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি মনোনয়ন প্রত্যাশীর পক্ষে সমর্থকরা প্রচরণা করছেন। এদিকে আ’লীগের দায়িত্বশীল নেতারা আসনটিতে দলীয় মনোনয়ন নির্ধারণে আরও সময় লাগবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন বঙ্গবন্ধু’র ছোট ভাই শহিদ শেখ আবু নাসেরের ছোট ছেলে শেখ বেলাল উদ্দিন বাবু, আসনটির প্রয়াত সাংসদ ডাঃ মোজাম্মেল হোসেনের ছেলে প্রফেসর ড. মাহমুদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন।
সম্প্রতি আসনের সাবেক সাংসদ মারা যাওয়ার পরই আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী ২১ মার্চ নির্ধারণ করা হয় উপ-নির্বাচনের সময়। পরবর্তী সাংসদকে ঘিরে কৌতূহল সবার মধ্যে। এরই মধ্যে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। অনেকেই লবিংয়ের জন্য রাজধানীতেও অবস্থান করছেন বলে জানা যায়।
তবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শেখ পরিবারের সদস্য হিসেবে শেখ বেলাল উদ্দিন বাবু নামও শোনা যাচ্ছে । তবে তিনি উপ নির্বাচনে অংশ গ্রহন করবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয় বলে সূত্র জানায় । কারণ বাগেরহাটের অপর দু’টি আসনে শেখ পরিবারের জনপ্রিয়তা রয়েছে ।  উপ-নির্বাচনের বিষয়ে বাগেরহাট জেলার দায়িত্বশীল নেতারা কোন বক্তব্য দিতে রাজি না হলে তৃণমূলের কর্মীরা জানান, শেখ বেলালকে রাজনীতিতে আগে দেখা না গেলেও বর্তমানে সরব হলেও তিনি এই নির্বাচনী এলাকায় তার নামটি পরিচিত নয় ।। শেখ পরিবারের সদস্য হওয়ায়  মোড়েলগঞ্জ-শরণখোলা এলাকাসহ সমগ্র বাগেরহাটে শেখ পরিবারের  জনপ্রিয়তা রয়েছে । অপর দিকে তরুণ ও যুবকদের মধ্যে জনপ্রিয়তা এগিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

উল্লেখ্য. মোড়েলগঞ্জ উপজেলার ১৬টি এবং শরণখোলা উপজেলার ৪টি মিলিয়ে ২০টি ইউনিয়ন এবং মোড়েলগঞ্জ পৌরসভা রয়েছে আসনটিতে। মোট ভোটার প্রায় ৩ লাখ। উপ-নির্বাচনে আগামী ১৯ ফেব্র“য়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্র“য়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্র“য়ারি বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্র“য়ারি । ২৯ ফেব্র“য়ারি প্রার্থিতা প্রত্যাহার। ১ মার্চ প্রতীক বরাদ্দ ও ২১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।