
বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কতৃক আয়োজিত সমগ্র দেশ ব্যাপী পরিচালিত অদম্য নারী পুরস্কারের আওতায় জেলা পর্যায়ে শেষ্ঠ অদম্য নারী পদকে ভূষিত হয়েছেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। সমাজ সেবায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তিনি সম্মান জনক এ পুরস্কার অর্জন করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আনুষ্ঠানিক ভাবে রুনা গাজীর হাতে অদম্য নারীর পুরস্কার তুলে দেন বাগেরহাট নবাগত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


