সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশ-ভারতসহ আর কোন কোন দল উঠল এশিয়ান কাপে | চ্যানেল খুলনা

বাংলাদেশ-ভারতসহ আর কোন কোন দল উঠল এশিয়ান কাপে

লাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।

নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, সেটা জানা গেল আজ। ভারত, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান ও চাইনিজ তাইপের বিপক্ষে খেলবেন আফঈদা খন্দকার-মোসাম্মৎ সাগরিকারা। আট গ্রুপের আট সেরা দল হিসেবে মূল পর্বের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া। প্রতিটি গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থেকে অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ, জর্ডান ও চাইনিজ তাইপে। বাংলাদেশ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে মূল পর্বে উঠেছে। বাছাইপর্বে বাংলাদেশ তিন ম্যাচে পেয়েছে ৬ পয়েন্ট। বাংলাদেশের ‘এইচ’ গ্রুপে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে দক্ষিণ কোরিয়া।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, লাওস এবং পূর্ব তিমুরের বিপক্ষে খেলেছেন আফঈদা-সাগরিকারা। এই গ্রুপের সব ম্যাচ হয়েছে লাওসে। ২ থেকে ১০ আগস্ট সময়ে আরও সাত দেশে বাছাইপর্ব হয়েছে। এখানে খেলেছে ২৯ দল। সব মিলিয়ে মোট ৩৩ দল আট গ্রুপে ভাগ হয়ে ১১ জায়গার জন্য লড়েছে। স্বাগতিক হিসেবে ২০২৬ নারী এশিয়ান কাপে থাইল্যান্ডের খেলাটা নিশ্চিত ছিল আগেই। মূল পর্বের ১২ দলের মধ্যে বাকি ১১ দল চূড়ান্ত হয়েছে গতকাল বাছাইপর্ব শেষ হওয়ার পর।

২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে ১২ দল নিয়ে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে ১২ দল ৩ গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপিং অবশ্য ঠিক হয়নি।

অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপে অংশগ্রহণকারী দল:

বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ইনজুরির ফাঁকে বান্ধবী নিকোলের সঙ্গে প্রেমে মজেছেন ইয়ামাল

হামজা-শমিতের গোল উদযাপন করেছে তাঁদের ক্লাবও

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা

আফগানিস্তানের বিপক্ষে এতটা অপ্রতিরোধ্য সোহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।