সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ | চ্যানেল খুলনা

বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশে ফের রাজনৈতিক চমক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দীর্ঘদিন ধরে বাংলাদেশ (পূর্ব পাকিস্তান) থেকে যাওয়া রাজ্যে বসবাসকারী প্রায় ১০ হাজার হিন্দু পরিবারকে স্থায়ী জমির মালিকানা দেওয়ার নির্দেশ দিল তাঁর সরকার। শুধু তাই নয়, এই পরিবারগুলোকে ‘অনুপ্রবেশকারী’ বা ‘অবৈধ নাগরিক’ বলে আর চিহ্নিত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে জমিসংক্রান্ত যাবতীয় দলিল প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপে একদিকে যেমন মানবিক দিক থেকে প্রশংসা পাচ্ছে যোগী সরকার, তেমনই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। প্রশ্ন উঠছে, যখন বিজেপির অন্য রাজ্য বা কেন্দ্রীয় নেতারা ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ নিয়ে হুঁশিয়ারি দেন, তখন উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর এই সম্পূর্ণ বিপরীত অবস্থান কিসের ইঙ্গিত?

তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’

বিজেপির একাংশ অবশ্য এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ ও ‘গান্ধীবাদী মানবিকতার ধারায় এক যুগান্তকারী পদক্ষেপ’ বলে উল্লেখ করছে। তারা বলছে, ‘যারা ১৯৭১-এর যুদ্ধের সময় বাস্তুচ্যুত হয়েছে, তাদের এত বছর পর হলেও ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে—এটাই ভারতীয় সংস্কার।’

উত্তর প্রদেশের পিলিভিত, লক্ষিমপুর খেরি, বিজনোর ও রামপুরের কিছু বিশেষ ব্লকে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। জমির পরিমাণ, প্রকৃতি ও দলিল হস্তান্তরের আইনি রূপরেখা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও খবর।

সব মিলিয়ে এই পদক্ষেপ এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে। কোথাও কোথাও এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও—এমন আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন দেখার বিষয়, এই জমি বিতরণ শেষমেশ কতটা মানবিক জয় এনে দেয় আর কতটা রাজনৈতিক মেরুকরণ ঘটায়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

কুয়েত বিমানবন্দরে ১৯৯ কেজি জর্দাসহ ৪ বাংলাদেশি আটক

গুজরাটে এএসআই প্রেমিকাকে হত্যা করে কনস্টেবলের থানায় আত্মসমর্পণ

২০১৬ সালের নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগে ওবামার বিচার দাবি তুলসির

ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা

ইসরায়েলের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নিচ্ছে বাংলাদেশসহ ২০টির বেশি দেশ

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।