সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর তথ্যের প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর তথ্যের প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় সাংবাদিক ও নারীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের, নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশাধিকার ও নিরাপত্তা বিষয়ে আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয় মিডিয়া পার্টনার দৈনিক প্রবাহের উদ্যোগে এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায়। কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩-এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল—নিউজ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক, নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কিভাবে সংবাদ প্রকাশ করলে নারীরা সুরক্ষিত থাকবে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এডভোকেসি প্রোগ্রামটিতে খুলনা ও আশপাশের বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (BFUJ)-এর সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান এতেশামুল হক শাওন। এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার এ এইচ এম শামীমুজ্জামান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, দৈনিক প্রথম আলোর রিপোর্টার উত্তম মণ্ডল প্রমুখ।

মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এলায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক। এ সময় উপস্থিত ছিলেন ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী।

প্রধান অতিথির বক্তব্যে এতেশামুল হক শাওন বলেন, “সাংবাদিকদের নিয়োগপত্র নেই, ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেওয়া হয় না। নারী সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, তাদের তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে হবে।”

সমাপনী বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “গাজীপুরসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে আগামী ১৩ আগস্ট বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি মানববন্ধনের আয়োজন করেছে।”

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৪ সালে ৯০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। এক বছর পূর্তিতে সংগঠনটি সারাদেশে সাংবাদিকদের চাহিদার ভিত্তিতে আগামী জুলাই মাসে নতুন সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ করবে।

শুভেচ্ছা বক্তব্যে সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির বলেন, “বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি নিয়ে ইতোমধ্যেই ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের নিউজলেটারে পূর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন সংবাদ প্রকাশ করেছে। প্রথমে ‘জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ নামে যাত্রা শুরু হলেও পরবর্তীতে এটি ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ হয় এবং শিগগিরই ‘আন্তর্জাতিক জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’-তে রূপ নেবে বলে আমরা প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন জেলা ও উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ এবং ‘দাঁড়িপাল্লা’র বিজয় নিশ্চিত করতে হবে

মহারাজপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের মহিলাদের নির্বাচনী জনসভা

২৭ নং ওয়ার্ডে খুলনা ২ আসনের হাতপাখার প্রার্থীর গণসংযোগ

ধর্মের নামে ধোকা দিয়ে ভোট চাওয়ার দিন শেষ : রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।