সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা, প্রতিবাদ ও সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি | চ্যানেল খুলনা

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা, প্রতিবাদ ও সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি

ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর অনুপ্রেরণায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) উদ্বেগ প্রকাশ করছে যে, সংগঠনটির সহ-সভাপতি ও এসএ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম মতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে অব্যাহত অপপ্রচার চালানো হচ্ছে।
এছাড়া বিভিন্ন সাংবাদিকদের নামে উড়ো চিঠি এবং অপপ্রচারকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সংগঠনটি। সম্প্রতি খুলনার সিনিয়র সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মৃত্যু নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তার রহস্য উদঘাটনেরও দাবি জানিয়েছে বিজেপিসি। যদি তিনি হত্যার শিকার হয়ে থাকেন তবে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আর যদি আত্মহত্যা হয়ে থাকে, তবে আত্মহত্যায় প্ররোচনাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে সংগঠনটি।

বিজেপিসি মনে করে, খুলনার সাংবাদিকদের লক্ষ্য করে একটি সংঘবদ্ধ গোষ্ঠী সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য পেশাজীবী সাংবাদিকদের বিরুদ্ধে এমন অপপ্রচার সামাজিক স্থিতিশীলতা ও কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ, যা কখনোই গ্রহণযোগ্য নয়।

রকিবুল ইসলাম মতি একজন পেশাদার সাংবাদিক হিসেবে স্যাটেলাইট টেলিভিশনে দায়িত্ব পালন করছেন। সামাজিক, রাজনৈতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে তার মেলামেশা ও অংশগ্রহণ স্বাভাবিক বিষয়। কিন্তু এসব কর্মকাণ্ডকে পুঁজি করে মনগড়া ও অসৎ উদ্দেশ্যে তাকে হেয় প্রতিপন্ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই মত প্রকাশকে স্তব্ধ করার চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়।

সংগঠনটির মতে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার, উড়ো চিঠি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা চলছে। একজন সাংবাদিকের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখা তার পেশাগত দায়িত্বের অংশ। তাই এটিকে পুঁজি করে তাদের কণ্ঠ রোধ করা যাবে না। যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা অশুভ লক্ষণ। এ ধরনের আক্রমণ ও হুমকি সাধারণ মানুষের মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করছে। তাই এসব অপরাধে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

এছাড়া, ওয়াহিদুজ্জামান বুলুর মৃত্যুর রহস্য উদঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, আগামীতে সংগঠনটি কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
বিবৃতিদাতারা হলেন,কৌশিক দে, সভাপতি (নিজস্ব প্রতিবেদক, দৈনিক কালের কণ্ঠ) আনিছুর রহমান কবির, সাধারণ সম্পাদক (খুলনা বিভাগীয় প্রধান, গ্লোবাল টেলিভিশন),মুহাম্মাদ নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি (চীফ রিপোর্টার, দৈনিক প্রবাহ),অভিজিৎ পাল, প্রতিনিধি (ইনডিপেন্ডেন্ট টিভি),রকিবুল ইসলাম মতি, সহ-সভাপতি (এসএ টিভি),শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম সম্পাদক (মাইটিভি),তরিকুল ইসলাম ডালিম, দপ্তর সম্পাদক (বাংলা টিভি),মোঃ সিয়াম, প্রচার সম্পাদক (দৈনিক প্রবাহ),আবু হেনা মোস্তফা জামাল পপলু, নির্বাহী সদস্য (বিশেষ প্রতিনিধি, মাছরাঙা টিভি),মোঃ হাবিবুর রহমান,মেহেদী মাসুদ খান (বার্তা সম্পাদক, দৈনিক প্রবাহ),মোঃ মামুন হাচান (দৈনিক বাংলার দূত)

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ

খুলনা ২ আসনের হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন সোনাডাঙ্গা থানার যৌথ সভা অনুষ্ঠিত

কুয়েটে নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।