সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশের মানুষের স্বতস্ফুর্ত সহযোগিতায় কৃতজ্ঞ ফিলিস্তিন: রাষ্ট্রদূত | চ্যানেল খুলনা

বাংলাদেশের মানুষের স্বতস্ফুর্ত সহযোগিতায় কৃতজ্ঞ ফিলিস্তিন: রাষ্ট্রদূত

বাংলাদেশের মানুষ ও সরকারের স্বতস্ফুর্ত সহযোগিতায় কৃতজ্ঞ ফিলিস্তিনের জনগণ, বলেছেন বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ‘ইউসুফ এস ওয়াই রামাদান’।

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২ টা থেকে ৩.৩০ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটির সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ‘ইউসুফ এস ওয়াই রামাদান’ এর একটি মতবিনিময় ও বৈঠকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটির সমন্বয়ক ও গণমাধ্যম কর্মী কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক এর নেতৃত্বে নয়টি টিভি চ্যানেল, আটটি পত্রিকা ও বারোটি অনলাইনের সাংবাদিক সহ ৩০ জনের একটি প্রতিনিধি দল এই মতবিনিময় ও বৈঠকে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত ‘ইউসুফ এস ওয়াই রামাদান’ সাংবাদিকদের সামনে ফিলিস্তিনের বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি বাংলাদেশের মানুষ ও সরকারের স্বতস্ফুর্তভাবে ফিলিস্তিনের পাশে দাড়ানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত ‘ইউসুফ এস ওয়াই রামাদান’ বলেন, বাংলাদেশের মানুষ ও সরকারের স্বতস্ফুর্তভাবে সমর্থন ও পাশে থাকায় আমরা কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন আগামীতেও এরূপ সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত ‘ইউসুফ এস ওয়াই রামাদান’ জানান, তাদের কাছে এ মুহূর্তে পর্যাপ্ত ওষুধ আছে তবে ফিলিস্তিনের হাসপাতালের জন্য মেডিকেল ইকুইপমেন্ট প্রয়েজন। নগদ সহায়তা যা পাওয়া যাচ্ছে তা দিয়ে মেডিক্যাল ইকুইপমেন্ট কেনা হবে, বাকি টাকা দিয়ে ৪০ হাজার গৃহহীনকে গৃহ নির্মাণে সহায়তা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইসরাইলি বাধা পেরিয়ে এই সহায়তা ফিলিস্তিনে পৌছাতে তিন চার মাস সময় লাগবে।

কেমন সহায়তা পেয়েছেন, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এখনো আমরা তা হিসাব করিনি। তবে বাংলাদেশের মানুষের স্বতস্ফুর্ত সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।

ফিলিস্তিনে পশ্চিম তীর ও গাজা এলাকায় ভিন্ন সরকার থাকার বিষয়ে তিনি বলেন, ফিলিস্তিনের মানুষ ঐক্যবদ্ধ আছে। আমরা একসাথে ন্যায় ও সত্যের পক্ষে আছি। বাংলাদেশের মানুষের এই অর্থসহায়তা পশ্চিম তীর ও গাজা দুজায়গাতেই ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতার জন্য ব্যবহার করা হবে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন তারেক রহমান

অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটায় ৬ মাসের শিশুকে হত্যা

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

শহীদ বুদ্ধিজীবীরা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন

বায়ুদূষণে ঢাকা বিশ্বচ্যাম্পিয়ন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।