সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বর্তমান সরকারের কারণেই সর্বক্ষেত্রে নারীরা আজ এগিয়ে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

বর্তমান সরকারের কারণেই সর্বক্ষেত্রে নারীরা আজ এগিয়ে : সিটি মেয়র

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন বর্তমান সরকারের কারণেই সর্বক্ষেত্রে নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে আছে। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য সেক্টরকে দ্বিতীয় করতে চেয়েছিলেন। কারণ তার দূরদর্শিতা ছিল। আমাদের দেশে প্রবাদ আছে মাছে-ভাতে বাঙালি। বঙ্গবন্ধু একজন খাটি বাঙালি ছিলেন। এদেশ এবং এদেশের মানুষের জন্য তিনি ২৪ বছর লড়াই-সংগ্রাম করেছেন। আমরা আজকে বঙ্গবন্ধুর সেই পথেই চলছি। তিনি ৭৩ সালে মন্তব্য করেছেন, আজকে আমরা সেইটা বাস্তবায়ন করেছি এবং আমরা স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছি। বুধবার নগরীর গল্লামারী মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এসডিজি অর্জনে নারী চিংড়ি চাষির ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র খালেক উপরোক্ত কথাগুলো বলেন।
মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে নারীর ক্ষমতায়ন ঘটেছে। কোন ক্ষেত্রেই নারীরা এখন পিছিয়ে নেই। উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত ও সচিব পদে নারীরা এখন সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। দেশের সমৃদ্ধিতে মৎস্য খাতের ভূমিকার কথা তুলে ধরে বলেন, এ খাতে নারীদের রয়েছে বিপুল অংশগ্রহণ। বিপুল সংখ্যক এ নারীদের ক্ষমতায়ন বা কর্মসংস্থানের সুযোগ প্রদান করা গেলে দারিদ্রের মাত্রা হ্রাস করতে তারাও ভূমিকা রাখতে পারবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও ফোয়াবের যৌথ অর্থায়নে সেমিনারের সহযোগিতায় ছিল জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। বাস্তবায়নে ছিল ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব)।
সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মেহেদী হাসান এবং গীতা পাঠ করেন পলাশী বৈরাগী। সফল নারী চাষী মালতী গাইনের ওপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। চাষীদের পক্ষে বক্তৃতা করেন বুলু রানী মন্ডল ও লতিকা গাইন। স্বাগত বক্তৃতা ও মূল আলোচনা করেন ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর সরোজ কুমার মিস্ত্রি, খুবির প্রফেসর ড. খন্দকার আনিছুল হক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রফেসর রুনু ইকবাল বিথার। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল। সঞ্চালনা করেন ফুলতলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার। সেমিনারে জেলার বিভিন্ন উপজেলার সফল নারী চিংড়ি চাষী, ফোয়াবের নেতৃবৃন্দ, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।