সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বরিশালসহ ৫ জেলায় বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা | চ্যানেল খুলনা

বরিশালসহ ৫ জেলায় বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

বিএম কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও ৫টি বাস ভাংচুরের প্রতিবাদে ৫ জেলার ১৮ টি রুটে ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেন। ফলে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৫ জেলার ১৮টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এ বাস ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের জানমালের নিশ্চয়তা দেওয়াসহ হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ বাস ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান বাস শ্রমিকরা।

বাস শ্রমিকরা জানান, বিভিন্ন সময় কারণে-অকারণে তাদের উপর চড়াও হন শিক্ষার্থীরা। তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মারধর ও গাড়ি ভাংচুর করা হয়। মঙ্গলবার বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারের সাথে হাফভাড়া নিয়ে কথার কাটাকাটি হয়। তারা বাস মালিক কর্তৃপক্ষের কাছে বিচার দিতে পারতেন। কিন্তু ছাত্ররা তা না করে শ্রমিককে মারধর বাস ভাংচুর ও বাস টার্মিনালে হামলা করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বাসের হেলপার হাফভাড়া না নিয়ে উলটো ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেছে। খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করে। এসময় বাস শ্রমিকরা তাদের উপর হামলা করে। শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থী ও বাস শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাস ধর্মঘট ডাকায় দুর্ভোগে পরেছেন যাত্রীরা। বিকল্প পথে গন্তব্য পৌঁছতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হচ্ছে। ফাতেমা আক্তার আখি নামের বাউফলের এক যাত্রী বলেন, তিনি বাস ধর্মঘটের কথা জানেন না। কি করে গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে চিন্তিত তিনি।

বরিশাল বিভাগীয় বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু ছাত্ররা সে পথে না গিয়ে টার্মিনালে হামলা-ভাংচুর করে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাস চালাবে না বলে জানিয়েছে শ্রমিকরা। এখানে আমাদের কিছু করার নেই। বরিশাল ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী চেষ্টা করে যাচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

পতাকা বৈঠক শেষে তিন বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

মার্কিন নারীর শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

চিকিৎসককে মারধরের অভিযোগ: স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক রনির বিরুদ্ধে মামলা

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন ৫ দিনের রিমান্ডে

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।