সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বঙ্গমাতা ছিলেন নারী জাগরণের এক অনবদ্য মহীয়সী নারী : সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

বঙ্গমাতা ছিলেন নারী জাগরণের এক অনবদ্য মহীয়সী নারী : সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শিদী বলেছেন, বঙ্গমাতা ছিলেন বাঙালি নারী জাগরণের এক অনবদ্য মহিয়সী নারী । তিনি সরাসরি রাজনীতি না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কাজে উৎসাহ উদ্দীপনা যোগাতেন । তিনি বাংলার মেহনতী মানুষের জন্য অনেক কাজ করেছেন । বঙ্গমাতার নেতৃত্বে এদেশের সকল ধরনের নারীদের ক্ষমতায়নের জন্য তৎকালীন সময়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছিল । তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুকে বিভিন্ন দুঃসাহসিক কর্মকাণ্ড পরিচালনায় সাহস যুগিয়েছেন এবং যোগ্য সহধর্মিনী হিসেবে বাংলার মানুষের কাছে তিনি ছিলেন এক অনবদ্য নারী । তার মাধ্যমে এ দেশের সকল স্তরের নারীদের ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল । আজ বাংলাদেশে যে নারী জাগরণের এবং নারীর ক্ষমতায়ন এগিয়ে চলেছে তা বঙ্গমাতার হাতেই শুরু হয়েছিল ।
সোমবার (৮ আগস্ট) সকালে রুপসা উপজেলা প্রশাসন আয়োজিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা , ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জোবায়ের , মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান , উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস , হিসাবরক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস ,রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত )সিরাজুল ইসলাম , নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন , প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার আইসিটি কর্মকর্তা রেজাউল করিম সমাজসেবা কর্মকর্তা মজুমদার , সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান , মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , সোনালী ব্যাংক ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী , জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোরশেদুল আলম বাবু , রুপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন , সাংবাদিক এইচ এম রোকন , ফ ম আইয়ুব আলী প্রমূখ । অনুষ্ঠানে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচনী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্যের প্রবেশাধিকার ও নীতি বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

দিঘলিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন

তরুণদের শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাতে গবেষণার প্রয়োজন : উপ-উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।