সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় বন্ধ হচ্ছে, আয় হবে যেভাবে | চ্যানেল খুলনা

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় বন্ধ হচ্ছে, আয় হবে যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্তে। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না, সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

সম্প্রতি মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন, তা ছোট হোক কিংবা বড়—সবই এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে।

মেটার পক্ষ থেকে আরও বলা হয়েছে, নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফায়েড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে, যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে।

আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ড। তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা ১০ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন, তবে সেটিও রিলস হিসেবেই প্রকাশিত হবে।

আয় হবে শুধু রিলস থেকে

নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনেটাইজেশনের সুযোগ আর থাকছে না। অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে অর্থ আয় করতেন, তাদের এখন থেকে কনটেন্ট আপলোড করতে হবে রিলস আকারেই এবং আয়ও হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায়।

আসছে নতুন ক্রিয়েটিভ টুল
মেটা জানিয়েছে, নতুন ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে। কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট, ফিল্টার, টেক্সট ও মিউজিক যুক্ত করতে পারবেন।

ভিডিও ও রিলস একীভূত করার এ সিদ্ধান্ত ফেসবুকের ভিডিওভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও, আয়ের দিক থেকে অনেক কনটেন্ট নির্মাতাকে নতুন কৌশলে মানিয়ে নিতে হবে।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

ইনস্টাগ্রাম আনছে ‘পিকস’ ফিচার

ওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে: নাদেলাকে মাস্কের সতর্কবার্তা

ইউটিউবে এখন মিস্টার বিস্টের ধারেকাছে কেউ নেই, পেলেন বিশেষ বাটন

ব্যাটারির আয়ু ১০ গুণ বাড়াতে পারে সাধারণ লবণ: গবেষণা

স্টারলিংক ইন্টারনেটে বিভ্রাট: বিশ্বব্যাপী আড়াই ঘণ্টা পরিষেবা ব্যাহত

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় বন্ধ হচ্ছে, আয় হবে যেভাবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।