
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে সব দল এক সাথে আছে। ফেব্রুয়ারীর প্রথমার্ধে নির্বাচন হবে। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। বাংলাদেশের আপা মা’র জনসাধারণ সবাই ভোট দিতে আসবেন। ছাত্র কাউন্সিল চারটা নির্বাচন হয়েছে কত লোক ভোট দিতে এসেছে ঠিক তেমনেই জাতীয় নির্বাচনে সবাই ভোট দিতে আসবে।
তিনি আরো বলেন, এবার মানুষ কেন ভোট দিবে কারণ গত ১৭ বছরে হাসিনার সময় কেউ ভোট দিতে পারিনি। হাসিনার এমপিরা ঘুষ খেতেন। গত ১৭ বছরে বাংলাদেশে ১০-১৫ হাজার নির্বাচন হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। ঐ টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেন নাই। আমাদের দৃঢ় বিশ্বাস এবার একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন বার বার বলছে আওয়ামীলীগ নির্বাচন করতে পারবে না। সরকারের উপর দেশী বিদেশী কোনো চাপ নেই। আওয়ামীলীগ এতো মানুষকে খুন করেছে তবুও তাদের মধ্যে কোনো অনুতপ্ত নেই। গণ ভোট হবে তবে কখন হবে রাজনৈতিক দলের সাথে ন্যাশনাল কনসেসিয়াস কমিশন বসে এটা ঠিক করবে।
তিনি আজ শুক্রবার সকাল ১০ টাই মাগুরা শহরের নবগঙ্গা নদীর ব্রিজের নিচে জুলাই শহীদ সৃত্মি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


