সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ হোক নির্মল ভালোবাসা | চ্যানেল খুলনা

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস

ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ হোক নির্মল ভালোবাসা

ফকির শহিদুল ইসলামঃ প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন পালন করা হলেও এবার বাংলা দিনপঞ্জিতে পরিবর্তন আনায় পহেলা ফাল্গুন আজ ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার। এদিনই ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস।

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও আজ হয় পবিত্র। তাই ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ হোক নির্মল ভালোবাসা। ছড়িয়ে পড়ুক দিক হতে দিগন্তে। ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ।

শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটাবেন। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ। আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়।

মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই। চলবে উপহার দেয়া-নেয়া। সারাদেশে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দিন ঘোরাঘুরি করে কাটাবে ভালোবাসার মানুষগুলো।

তাদের পরনে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় ভালোবাসার দিনটি যেন বর্ণিল রঙে রঙিন হয়ে উঠবে। অনেকের মতে, ফেব্রুয়ারির এ সময়ে পাখিরা তাদের জুটি খুঁজে বাসা বাঁধে। নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে ওঠে। তীব্র সৌরভ ছড়িয়ে ফুল সৌন্দর্য বিলায়। পরিপূর্ণভাবে বিকশিত হয়।

এ দিনে চকোলেট, পারফিউম, গ্রিটিংস কার্ড, ই-মেইল, মুঠোফোনের এসএমএস-এমএমএসে প্রেমবার্তা, আংটি, প্রিয় পোশাক, শোপিস অথবা বই ইত্যাদি শৌখিন উপঢৌকন প্রিয়জনকে উপহার দেয়া হয়। নীল খামে হালকা লিপস্টিকের দাগ, একটা গোলাপ ফুল, চকোলেট, ক্যান্ডি, ছোট্ট চিরকুট আর তাতে দু’ছত্র গদ্য অথবা পদ্য হয়ে উঠতে পারে উপহারের অনুষঙ্গ।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

চিংড়ি ঘেরে নতুন স্বপ্ন, মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন ডুমুরিয়ার নারীরা

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম

ডুমুরিয়ায় তরমুজ চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

গবেষণার মাধ্যমে দক্ষতা, চিন্তাশক্তি ও ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ

ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি।

সাংবাদিক ফকির শহিদের বাইপাস সার্জারি সম্পন্ন, দোয়া কামনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।