ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ আগস্ট) রাত ৯ টায় বাজার সংলগ্ন আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হারুন আর রশীদ।
সংগঠনের যোগীপোল ইউনিয়ন শাখার আমীর ইসমাইল হোসেন পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ব্যবসায়ী বিভাগের খুলনা মহানগরের সেক্রেটারি আজিজুর রহমান স্বপন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোঃ মাসুদ, রেজাউল করিম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শোয়াইব, ইয়াসিন আরাফাত, জয়নাল আবেদীন জানু, আব্বাস তালুকদার, মোহাম্মদ আশরাফুজ্জামান, খলিলুর রহমান, শরিফ আল মামুন, অহিদুল ইসলাম প্রমুখ।