সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ফুলতলার মিলন ফকির হত্যা মামলার আসামি হাবিব গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফুলতলার মিলন ফকির হত্যা মামলার আসামি হাবিব গ্রেপ্তার

ফুলতলার চাঞ্চল্যকর মিলন ফকির হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে তাকে ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি ফুলতলা তাজপুর এলাকার বাসিন্দা হাবিব মোল্লা।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ৩০ জানুয়ারি ভোরে ফজরের নামাজ শেষে হাটতে বের হন ফুলতলা অলকা গ্রামের মিলন ফকির। পরবর্তীতে সকালের নাস্তা শেষে তিনি স্থানীয় মা টেলিকম এন্ড কনফেকশনারী দোকানের ভেতর দাড়িয়ে কথা বলতে থাকে। সকাল ৮ টা ৮ মিনিটের দিকে একটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনাম দুস্কৃতি দোকানের সামনে মিলনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ আভিযানিক দল হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে সন্দিগ্ধ আসামি হাবিবকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় গ্রেনেড বাবুর অর্থ আদায়কারী গ্রেপ্তার : পিস্তলের কার্তুজ ও নগদ অর্থ উদ্ধার

রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি হাফিজসহ গ্রেপ্তার ৪

খুলনায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।