সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে শুভদিয়া সমাজ সেবা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে শুভদিয়া সমাজ সেবা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া সমাজ সেবা ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৮ নভেম্বর (শুক্রবার) ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের উত্তরপাড়ায় শুভদিয়া সমাজ সেবা ক্লাব প্রাঙ্গনে গ্রামের প্রায় ৮০ জন অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা প্রশাসনের অন্যান্য উর্দ্ধতন কমকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্লাবের সদস্যগণসহ প্রায় ২০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আল মামুন শেখ।

এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মোঃ আলমগীর গাজী। অনুষ্ঠানের শুরুতেই শুভদিয়া সমাজসেবা ক্লাবের সভাপতি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় ক্লাবের সভাপতি আল মামুন শেখ ক্লাবটির কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। গত ২০২৩ সালে স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত শুভদিয়া সমাজ সেবা ক্লাব এযাবৎ এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে, মাদক নিয়ন্ত্রণ, অসহায় ব্যক্তিদের সহযোগিতা, রক্তদান, বৃক্ষরোপন কর্মসূচী, যুব সমাজকে সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করা ইত্যাদি জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করছে। ক্লাবটি ইতোমধ্যে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ক্লাবের সভাপতি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে এ ধরনের সমাজসেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সকলকে সমাজের উন্নয়নে একত্রে কাজ করা ও আন্তরিক সহযোগিতার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সমুনা আইরিন তার বক্তব্যে ক্লাবের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং উপজেলা প্রশাসন হতে ক্লাবটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে আস্থা সেবা সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শণ

ফকিরহাটে চোর চিনে ফেলায় গৃহিনীকে হত্যার অভিযোগ

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

ফকিরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

মোংলায় জীবন সংগ্রামে হার না মানা নারী ময়না বেগম

ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।