
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফকিরহাটে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল চারটায় ফকিরহাট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফকিরহাট ডাকবাংলো মোড় থেকে ফকিরহাট বাজার প্রদক্ষিণ করে পূনরায় বিএনপি কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হোসাইন মোহাম্মদ জিয়া প্রমুখ।
উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, উপজেলা মহিলা দল সভানেত্রী কলিনা ইসলাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, বিএনপি নেতা সৈয়দ মুশফিকুর রহমান,উপজেলা কৃষক দল সভাপতি শেখ ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক জাকির মোড়ল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুবদল নেতা এমডি নওশের, মিলন মাহমুদ, মন্জুর আহমেদ, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।র পেনা ফেস্টুন ছিড়ে ফেলায় নিন্দা ও প্রতিবাদ


