সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বানিজ্যিকভাবে ব্রি ধান-১০২ চাষে সফলতা পেয়েছে কৃষক | চ্যানেল খুলনা

ফকিরহাটে বানিজ্যিকভাবে ব্রি ধান-১০২ চাষে সফলতা পেয়েছে কৃষক

বাগেরহাটের ফকিরহাটে এবার প্রথমবার বানিজ্যিকভাবে উচ্চফলনশীল ব্রি ধান-১০২ চাষ করে কৃষকরা সাফল্য হয়েছে। অন্য ধানের পাশাপাশি কৃষকরা এই ধান চাষ করে অনেক লাভবান হয়েছেন। কৃষি বিভাগ বলছেন নতুন জাত এই ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এসব কৃষককে সবধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, উপজেলায় এবার অন্য ধানের পাশাপাশি ৫০জন কৃষক প্রথমবার বানিজ্যিকভাবে উচ্চফলনশীল জাতের ব্রি ধান-১০২ চাষ করেছেন। উপজেলায় মোট ৪৫ হেক্টর জমিতে এই ধানের চাষ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ ব্রি-১০২ জাতের নতুন ধান খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিতে বিপ্লব ঘটাবে। এরই মধ্যে ধানটির বানিজ্যিভাবে চাষে মিলেছে সাফল্য।

কৃষক নাঈম শেখ জানান, তিনি এক একর জমিতে বানিজ্যিকভাবে ব্রি-১০২ ধান চাষ করে তিনি লাভবান হয়েছে। অন্য ধানের তুলনায় অনেক বেশী ফলন হয়েছে। কৃষি বিভাগ সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করেছেন। এক একর জমিতে কৃষক হায়দার আলী ও মোজাফফ শেখকে সাথে নিয়ে ব্রি-ধান-১০২ চাষ করেছেন। তারা ধান কর্তন শেষে এগুরো বাজারে ধানের বীজ হিসেবে বিক্রি করবেণ। এতে তারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন বলে জানান।

বেতাগা মাসকাটা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নবনিতা জোর্দ্দার জানান, এবছর প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ্যীান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকরা ব্রি ধান-১০২ চাষ করেছে কৃষকরা। এসব কৃষকদের বীজ, সার, কিটনাশক, বালাইনাশক, সহ আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়া কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ সর্বক্ষনিক দেখভাল করেন।

এদিকে বুধবার বিকেল ৫টার দিকে মাসকাটা কৃষক নাঈম শেখের ক্ষেত পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো, রফিকুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ঢাকা বিসিআরএল এর কনসালটেন্ট ড. খন্দকার মাহফুজুর হক, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো, নজরুল ইসলাম, বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন, ব্রি গোপালগঞ্জ কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোমেল বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহানসহ অন্যান্য কর্মকর্তারা। তারা ব্রি ধান-১০২ ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে এদিন এই ধানের নমূণা সংগ্রহ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেখানে দেখা গেছে, কৃষক নাঈম শেখের ২০ বর্গ মিটারে ১৭ কেজি ধান উৎপাদন হয়েছে। সেই মোতাবেক এক হেক্টরে ধান উৎপান হয়েছে ৭.০৫ টন। অপরদিকে কাঠালতলা কৃষক আজিজ শেখের ২০ বর্গমিটারে ধান উৎপাদন হয়েছে ১৭ কেজি। সেই হিসাবে হেক্টরে ৮.৯৫টন ধান উৎপাদন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাথাওয়াত হোসেন বলেন, ব্রি ধান-১০২ আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট রয়েছে এই ধানে। অঙ্গজ অবস্থায় গাছের আকার ও আকৃতি প্রায় ব্রি ধান-২৯ এর মতো। এর চাল গুলো লম্বা, চিকন ও সাদা। প্রতি কেজি চালে জিংকের পরিমান রয়েছে ২৫.৫ মি. গ্রাম। এবছর ৫০জন কৃষক এই ধানের চাষ করেছেন। ইতিমধ্যে অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেছেন। আগামীতে আরো বেশী জমিতে কৃষকরা এই ধান চাষ করবেন। এবার যে সকল কৃষকরা এই ধানের চাষ করেছেন তাদের বীজ, সার, কিটনাশক, বালাইনাশকসহ আর্থিকভাবেও সহযোগিতা করা হয়েছে। এছাড়াও নানা পরামর্শ ও প্রশিক্ষন দেয়া হয়েছে এসব কৃষকদের। ধানের ফলন ভাল হয়েছে। কৃষকরা এই ধানের বীজ অনেক মূল্যে বিক্রি করতে পারবেন।

তিনি আরো বলেন ইতিম্যে বলো বিভিন্ন জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এবছর আবহাওয়া অনুক’লে থাকায় ধানের ফলন ভাল হয়েছে। এ বছর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রত্যাশা করছেন এ কর্মকর্তা।তে পদ পেলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে, অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে ভাসছিল মুখে টেপ প্যাঁচানো যুবকের মরদেহ

ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওর্য়াড বিএনপি নির্বাচন সম্পন্ন

মোংলায় ধর্ষণের ভিডিও করে ফাঁদ, স্কুলছাত্রীর আত্মহনন

মোল্লাহাটে অপহৃত তিন শ্রীলংকান নাগরিক উদ্ধার : আটক ৪

চিতলমারীতে টাকায় মিলছে না ধান কাটার শ্রমিক, দিশেহারা চাষি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।