
পূবালী ব্যাংক পিএলসি মীরেরডাঙ্গা শাখা আয়োজিত স্কুল ব্যাংকিং বিষয়ে কর্মসূচি পালিত হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজার আনন্দ মোহন সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ সেখ।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার প্রতিমা মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার শেখ আবু শামীম, ডেপুটি জুনিয়ার অফিসার জাহিদুল ইসলাম, ইয়াসিন আরা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএম শাহিনুল ইসলামসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।


