জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর ৮ টি থানায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সমাবেশ ও বিক্ষোভ মিছিল নগরীর ডাকবাংলা বেবি স্ট্যান্ড চত্বর, সোনাডাঙ্গা থানার সমাবেশ ও মিছিল সবুজবাগ মসজিদ চত্বর, খালিশপুর থানার সমাবেশ ও মিছিল পিপলস্ গোল চত্বর, দৌলতপুর থানার সমাবেশ ও মিছিল শহীদ মিনার চত্বর, খানজাহান আলী থানার সমাবেশ ও মিছিল ফুলবাড়ীগেট বাস স্ট্যান্ড, আড়ংঘাটা থানার সমাবেশ ও মিছিল আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ চত্বর, লবণচরা থানার সমাবেশ ও মিছিল বিশ্বরোড মোড় এবং হরিণটানা থানার সমাবেশ ও বিক্ষোভ মিছিল কৈয়া বাজারে অনুষ্ঠিত হবে।
থানায় থানায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমী ছাত্র-জনতা কে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরিদী, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম কাবির, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, সোনাডাঙ্গা থানার নুরুজ্জামান বাবুল, মোঃ কবির হোসেন হাওলাদার, খালিশপুর থানার মোঃ বাদশা খান, দৌলতপুর থানার বন্দ সরোয়ার হোসেন, আলফাত হোসেন লিটন, খানজাহান আলী থানার মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মইন উদ্দিন ভূঁইয়া, আড়ংঘাটা থানার জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, কাজী তোফায়েল আহমেদ, লবণচরা থানার মাওঃ নাসিম উদ্দিন, মমিনুল ইসলাম নাসিব, হরিণটানা থানার মোঃ মনজুরুল ইসলাম ও মোঃ সজিব প্রমুখ।