মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টায় ঐতিহাসিক নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; গড়ে উঠবে জবাবদিহিমূলক সরকার।” তিনি আরও বলেন, ক্ষমতার কেন্দ্রীকরণ কমাতে, সংলাপের সংস্কৃতি গড়ে তুলতে ও প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও জেলা সভাপতি আলহাজ্ব মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে রাজনৈতিক শিষ্টাচার রক্ষা, সন্ত্রাস-চাঁদাবাজি দমন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা জামায়াতে ইসলামের আমীর এম বি বাকের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম, গণঅধিকার পরিষদের মাগুরা জেলা সভাপতি বরকতসহ অন্যান্য সংগঠনের নেতারা বক্তব্য দেন।
পরে গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই আগত জনতার সাথে মাগুরা ১ ও মাগুরা ২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম ও আলহাজ্ব মুফতী মোস্তফা কামাল কে পরিচয় করিয়ে দেন। তাদের নেতৃত্বে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে বলে অভিব্যক্ত করেন পীর সাহেব চরমোনাই।