সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
পায়ে হেঁটেই রাজধানীতে ঢুকছে মানুষ | চ্যানেল খুলনা

পায়ে হেঁটেই রাজধানীতে ঢুকছে মানুষ

কঠোর বিধিনিষেধের নবম দিনে সাপ্তাহিক ছুটি থাকায় অনেকটাই ঢিলেঢালা ছিলো রাজধানীর পরিবেশ। অন্যান্য দিনের চেয়ে রাস্তায় জনসমাগম ও যানবাহন চলাচল ছিলো কম। পায়ে হেঁটে রাজধানী থেকে বের হতে ও ঢুকতে দেখা গেছে অনেক মানুষকে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে দেখা গেছে।

শুক্রবার (৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে পায়ে হেঁটে ঢুকতে দেখা যায় অনেক মানুষকে। অনেকে আবার বেরও হচ্ছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে। তবে তাদের সবারই বাহন রিকশা।
এক নারী বলেন, ‘প্রাইভেটকার ভাড়া করে এসেছি। চেকপোস্ট দেখে আগেই নেমে গেছি।’ আরো এক ব্যক্তি বলেন, ‘ডাক্তার চশমা পরিবর্তন করে দিয়েছে। সেটা নিতে বের হয়েছি।’

এক তরুণ বলেন, ‘জানি বের হওয়া নিষেধ। কিন্তু কেউ অসুস্থ হলে তো তাকে দেখতে যেতে হয়। না হলে তো হয় না।’

এদিকে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যাত্রীদের।
এক ব্যক্তি জানান, ‘আমরা যাত্রী নিয়ে বিমানবন্দরে এসেছিলাম। সব কাগজ ঠিক থাকলেও আমাদের আটকে রেখেছে।’
এক গাড়িচালক বলেন, ‘মাস্ক পরিনি তাই গাড়ি আটকে দিয়েছে।’
এক বাইক চালক বলেন, ‘আমি বের হয়েছিলাম আমার এক অসুস্থ বন্ধুকে দেখতে। কালিয়াকৈর গিয়েছিলাম। এখানে চেকপোস্টে আমাকে আটকিয়েছে।’
গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও নজরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এক পুলিশ সদস্য বলেন, ‘ডাক্তার, রোগী ও জরুরি ভিত্তিতে যে সকল প্রতিষ্ঠান খোলা যেমন পোশাক শিল্প, এগুলো চলার অনুমতি আছে। এগুলো ছাড় দেয়া হয়েছে। এর বাইরেরগুলোকে মামলা দেয়া হচ্ছে।’

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার

রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

‘বিপ্লবের প্রথম টার্গেট হবে জাতীয় পার্টির এই অফিস’—বিজয়নগরে সমাবেশে জুলাই মঞ্চ

কাকরাইলে জাপা-গণঅধিকার কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারে মিলল ২ মরদেহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।