
২০১২-১৩ মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দল কেবল আইসিসি বা এসিসির ইভেন্টে মুখোমুখি হয়, তাও নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের আশঙ্কা, পাকিস্তানের মত পরিণতি ভোগ করতে হতে পারে বাংলাদেশকেও। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতোমধ্যে চলতি বছরের শেষ দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফরও আপাতত স্থগিত রাখা হয়েছে। এমনকি ভবিষ্যতে দুই দেশকে হয়তো কেবল নিরপেক্ষ ভেন্যুতেই একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে। বিসিসিআই সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসেকে জানিয়েছে, ভারত সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর বিষয়টি যথাসময়ে বিসিবিকে জানানো হবে। তবে এই রাজনৈতিক সংকটের প্রভাব আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণে পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘গত বছরও আমরা বাংলাদেশ সফর করিনি। তখন বিসিবি আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশ করেছিল, কিন্তু ভারতের বাইরে খেলতে গেলে আমাদের সরকারের অনুমোদন লাগে। তাই বিষয়টি অনিশ্চিত। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ীই ভারতে খেলবে।’
সিরিজ স্থগিতের সিদ্ধান্তের দিনই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বিসিসিআই নির্দেশ দেয়, আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে। গত ডিসেম্বর আইপিএল নিলামে কেকেআর ৩০ বছর বয়সী এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। কিন্তু আসর শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কেকেআর এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বোর্ডের নির্দেশ ও পরামর্শ মেনেই মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।
গত ডিসেম্বরে ময়মনসিংহে দিপু দাস নামের পোশাক খাতে কর্মরত একজন সনাতন ধর্মের অনুসারীকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সোচ্চার ছিল। দলটির শীর্ষস্থানীয় নেতারা মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার সমালোচনা করে।
বিজেপির একাধিক নেতা আইপিএলের দল কেকেআর-এর এক হাত নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা করেছে এবং দলটির অন্যতম মালিক শাহরুখ খানকে পর্যন্ত হুমকি দিয়েছে। কলকাতাতেও মুস্তাফিজকে দলে নেওয়া নিয়ে সমালোচনা হয়েছে।


