
খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন রাড়ুলী সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ (বুলু), পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, দিজেন্দ্র নাথ মন্ডল।



 
																