
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে ইসলামাবাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে।
সোমবার (৮ ডিসেম্বর) সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ভারতের কোনো বিভ্রান্তিতে থাকা উচিত নয় যে, পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত এবং তীব্র হবে।’
গত মে মাসে ভারতের সঙ্গে সংক্ষিপ্ত সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর নেতৃত্ব দেন মুনির। তিনি আফগানিস্তানের তালেবান সরকারের উদ্দেশে বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। কাউকেই দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ হতে বা এর সংকল্প পরীক্ষা করার অনুমতি দেওয়া হবে না।
নব-প্রতিষ্ঠিত প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর (ডিএইচকিউ) সম্পর্কে ফিল্ড মার্শাল মুনির বলেন, ‘ক্রমবর্ধমান এবং পরিবর্তিত হুমকির পরিপ্রেক্ষিতে, এটি করা প্রয়োজন। প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর প্রতিষ্ঠা এই পরিবর্তনের দিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ।’
তিনি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর তিনটি বাহিনীর কার্যক্রমকে একীভূত করবে এবং তাদের সামঞ্জস্যপূর্ণ করবে। হাইকমান্ডের সমন্বয়ে তিনটি বাহিনী তাদের স্বায়ত্তশাসন এবং সাংগঠনিক কাঠামো বজায় রাখবে।’


